করোনাভাইরাসের কথা লেখা ছিল যে বইয়ে

দ্য আইস অব ডার্কনেস উপন্যাসে করোনাভাইরাসের কথা লেখা হয়েছে বলে দাবি করছেন সাহিত্যবোদ্ধারা
দ্য আইস অব ডার্কনেস উপন্যাসে করোনাভাইরাসের কথা লেখা হয়েছে বলে দাবি করছেন সাহিত্যবোদ্ধারা

১৯৮১ সালে প্রকাশিত ডন কুটজের লেখা দ্য আইস অব ডার্কনেস উপন্যাসে করোনাভাইরাসের কথা লেখা ছিল বলে ধারণা করা হচ্ছে। সাহিত্যবোদ্ধারা বলছেন, ডন কুটজের ওই ভৌতিক উপন্যাসে একটি শিশু মারা যায়। শিশুটির মা অভিযোগ করেন যে তার সন্তানকে খুন করেছে ‘উহান-৪০০’ নামের একটি ভাইরাস! উপন্যাসে আরও বলা হয়েছে, ভাইরাসটির জন্ম উহান শহরের বাইরে আরডিএনএ নামের একটি গবেষণাগারে।

সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সঙ্গে এই সব তথ্য সংগতিপূর্ণ বিধায় সাহিত্যবোদ্ধারা বলছেন, উহান-৪০০–ই আসলে বর্তমান সময়ের করোনাভাইরাস।

গত মাসে লেখক নিক হিনটন তাঁর টুইটারে দ্য আইস অব ডার্কনেস উপন্যাসের একটি পাতা পোস্ট করলে তা মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ওই পৃষ্ঠাতেই মূলত রয়েছে ‘উহান-৪০০’ ভাইরাসের কথা।

বলে রাখা ভালো, ডন কুটজ একজন মার্কিন উপন্যাসিক। তিনি ডিমন সিডস, ওড থমাস ইত্যাদি উপন্যাস লিখে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন। সূত্র: ইনডিপেনডেন্ট

গ্রন্থনা: মারুফ ইসলাম