উডি অ্যালেনের আত্মজীবনীকে ঘিরে নানা কাণ্ড

উডি অ্যালেন
উডি অ্যালেন

প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেনের বহুপ্রতীক্ষিত আত্মজীবনী প্রকাশিত হবে আগামী মাসে—এমনটাই জানিয়েছে প্রকাশনা সংস্থা গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং। এরই মধ্যে আপ্রপোস অব নাথিং নামের বইটিকে ঘিরে শুরু হয়ে নানা কাণ্ড। সম্প্রতি গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিংয়ের একাধিক কর্মী ওয়াকআউট করেছেন গ্রন্থটির আসন্ন প্রকাশের বিরোধিতা করে! এতে সমর্থন জুগিয়েছেন উডি অ্যালেনের দত্তক কন্যা ডিলান। ডিলানের অভিযোগ, এই আত্মজীবনী প্রকাশিত হলে অনেক অনাকাঙ্ক্ষিত গোপন সত্য বেরিয়ে আসবে। 

ডিলানের বয়স যখন ৭, তখনই বাবা উডি অ্যালেনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তিনি। ১৯৯২ সালে উত্থাপিত সেই অভিযোগ শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত হয়নি। পরে ‘মি টু’ আন্দোলনের প্রেক্ষাপটে অভিযোগটি এতটাই জোরালো হয়েছিল যে উডি অ্যালেনের সর্বশেষ ছবিটির নির্মাণপ্রক্রিয়াও আটকে গিয়েছিল! 

গত শতকের ষাটের দশক থেকে শুরু করে সমসাময়িক কাল পর্যন্ত উডি অ্যালেনের নির্মিত প্রতিটি চলচ্চিত্র একটু একটু করে পাল্টে দিয়েছে আমাদের রোজকার জীবন। তিনি শুধু মেধাবী চলচ্চিত্রকারই নন, শক্তিশালী লেখকও। সূত্র: গার্ডিয়ান

গ্রন্থনা: মারুফ ইসলাম