নভেম্বর ২০২১

‘কী উদ্ভট স্বপ্নই না দেখি আমি!’ সিমোন বলে।

‘পাহাড় থেকে নেমে আসার পথ পেলে?’
শ্রেয়ার কথায় সিমোন অবাক হয়। কী করে তার মনের সব কথা বুঝে ফেলে ড. শ্রেয়া?

শ্রেয়া তার নিজের হাতে প্রোগ্রাম করা রোবটের দিকে তাকিয়ে একটু হাসে, বলে, ‘এখন তৈরি হয়ে নাও।
মনে আছে তো আজ পৃথিবীতে যাচ্ছি?’

‘নেফারতিতি-২৯৯’ মহাকাশযানে ওরা প্রায় দুই বছর হলো আছে। নভেম্বর ২০১৯-এ যে গ্রহ ছেড়ে এসেছিল তারা, ২০২১-এর নভেম্বরে যেন ফেরত যাচ্ছে অন্য এক গ্রহে। যে গ্রহে এখন আর কোনো মানুষ নেই... করোনা নিশ্চিহ্ন করে ফেলেছে পুরো মানবজাতি।

এর আগেই পৃথিবীর সায়েন্টিস্টরা প্ল্যান করেছে কীভাবে নতুন করে সব শুরু করা যায়।
শেষে একটাই উপায় ছিল: ক্লোন করে আবার মানুষের জন্ম দেওয়া।
মাসের পর মাস তারা সেই ট্রেনিং দিয়েছে শ্রেয়াকে।

পৃথিবীতে এসে নামে শ্রেয়া আর সিমোন।

সিমোন শ্রেয়ার দিকে তাকায়—
পৃথিবীর একমাত্র বেঁচে থাকা মানুষ,
একমাত্র নারী—শ্রেয়া।

মানুষ ছাড়া এই পৃথিবী কি সুন্দর হতে পারে?