কীয়াক্টাবস্থা

‘আজ অফিসে না গেলে কী হয়?’
দিন কয়েক আগেও সকালবেলা ঘুম ভেঙেই এ কথা মনে হতো।
এখন অফিসে যাই না। আমার চাকরি আছে, কিন্তু অফিস গিয়ে অফিস করা নেই। বাসা থেকেই অফিস করি।
আমার বউ সারা দিন আমার সামনে ঘুরঘুর করে। প্রেমিকারা এখন আমাকে আর নক দেয় না। আমিও দিই না। আসলে তারা আমাকে পাত্তা দেয় না।
কেউ আমাকে পাত্তা দেয় না।
আমি অমল। ‘ডাকঘর’ নাটকের। সারা দিন ঘরবন্দী থাকাই আমার কাজ—চাকরি।

.
প্রথম বিশ্বযুদ্ধের আগমুহূর্তে ১৯১১ সালে রবীন্দ্রনাথ যখন ‘ডাকঘর’ লিখলেন, তখনই রবিদার ভাষায় তব, মম ইত্যাদি ব্যবহার করে এবং এই কথাগুলো লিখে একটা স্ট্যাটাস দিতে চেয়েছিলাম, তবে তখন কেউ আমাকে পাত্তা দেয়নি। ওলা ওঠায় ধরা লোককে কে আর এত পোঁছে! আর মার্ক জাকারবার্গ মহাশয়কেও সে সময় খুঁজে পাওয়া যায়নি...
.
এখন এত বছর পর এই স্ট্যাটাসটা লেখার পরও দেখি আমি পাত্তাহীন! বরং ফেসবুক করতে দেখে রান্নাঘর থেকে বউ এসে গরম খুনতি হাতে শাসাল আমাকে। তারপর মিষ্টি হেসে সুইট করে বলল, ‘চুপ থাকো, মৃতদের এত বেশি কথা বলতে নেই...’

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন। প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক….।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]