এপ্রিল, দ্য ক্রুয়েলেস্ট মান্থ

সোনমদের বাড়ির উঁচু পাঁচিল বেয়ে, আমাদের সিঁড়ি বেয়ে মোমগলা সন্ধ্যা নামছে। সোনম পাশে থাকলে এখন গাইত, বিপুল তরঙ্গ রে...

৬টা ৪৯। বসন্তের মৃদু হাওয়া আসছে। বারান্দার গ্রিল ছুঁয়ে ফিরে যাচ্ছে। আকাশ ফ্যাকাশে লাল। শহরতলির এই বাড়িগুলোতে আর আলো জ্বলে না। মানুষগুলো ভ্যানিশড! ব্রহ্মপুত্রও। যেবার সোনম প্রথম আমাকে মিথ্যে বলেছিল, সেদিন থেকেই যুদ্ধ শুরু। আর ব্রহ্মপুত্র শুকিয়ে খটখটে। যাত্রীবিহীন একটা স্লেটরঙা ট্রেন সেই থেকে আসে আর যায়। ক্ষীণকায় এক বিষণ্ন ভায়োলিন বেজে চলে একাকী স্টেশনে। 

সোনম নেই
সোনম নেই...
অবিরাম যুদ্ধের দিনে ব্যারাকে আমার শেষ রসদও ফুরাল। এপ্রিলের মাফলড ভয়েস আমাকে এখন ঘুম পাড়িয়ে দিক। প্রার্থিত শীতল এক ঘুম।
ঘড়িতে ৭টা ২৫...

[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]