গ্রাস

আগুন ধিকিধিকি আকাশ। ব্লিচিংয়ের গন্ধ ঢাকা চারপাশ। নির্জন রাস্তা। প্রকাণ্ড শহরটায় সবুজ গাছগুলোয় নতুন পাতা! ফুলে ফুলে ছেয়ে গেছে আইল্যান্ড। এই শহরের মানুষ আর হাঁটে না, শব্দ করে না, কাঁদে না। আতঙ্কিত চোখ নিয়ে নিজেকে দেখে। শ্বাস ছাড়ে নিঃশব্দে। পাহাড়ের চূড়ায় বেঁকে যাওয়া পথের মতো বাড়ির মাথাগুলো দেখতে পায় কেবল।

আগুনের লেলিহান শিখার যে গল্পটা এত দিন শোনা কথায় ছিল, তার চিহ্ন আচমকাই দেখা গেল গলির মাথায়। বুঝলাম, সময় হয়ে এল। পটপটাশ শব্দে বাড়ির ছাদ ফাটার শব্দে ঢাকা পড়তে থাকে সিলগালা এঁটে থাকা দরজার ভেতরের আর্তচিৎকার।
আমার বাড়িটাও সিলগালা করা হয়েছে গত রাতে।
মাঝরাতের গাড়ির শব্দ আর ঝনঝন শব্দে টের পেলাম।
বিছানা ছাড়তে গিয়েও থেমে গেলাম।

অপেক্ষায় আছি।

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]