করোনার দিনগুলিতে প্রেম : কৌশিক অর্ণব

হ্যালো। উশ্মিল, কী খবর? কেমন হলো মিশর ভ্রমণ?

ভ্রমণ খুব রোমাঞ্চকর ছিল। কিন্তু এখন বোরিং সময় কাটছে হোম কোয়ারেন্টিনে।
কী করছ সারা দিন?
তেমন কিছু না। পুরনো বইগুলো পড়ছি। জীবনানন্দ পড়ছি, মার্কেজ পড়ছি। ঢাকায় তুমি?
না। গ্রামে৷
হেই শাওন...
কাকে ডাকছ?
আমার ভাইপো আর ছোটবোন সাজু কোত্থেকে যেন আসছে, হাত নাড়ছে।
হাত নাড়া অবধিই থাকুক সব। ভুলেও ছোঁয়া যেন না হয়। জয় গোস্বামীর কবিতার লাইন মনে আসুক, ‘তোমার দুখানি হাতের তীর্থে মৃত্যু আমার।’
হা হা। একদম।
আচ্ছা,আমাকে প্রথম কী ভেবেছিলে?
ছেলে। প্রোফাইল পিকচার নেই আর প্রোফাইল লক। এ রকম আইডির রিকোয়েস্ট একসেপ্ট করি না সাধারণত।
আমারটা করলে কেন?
জানি না। হয়তো প্রকৃতিই চেয়েছে বিশ দশকের এই অপূর্ব প্রেমের মুখোমুখি করতে।
হা হা, আমাদের পরিচয়টা করোনার কালেই। গত ডিসেম্বর থেকে আজ অবধি...
অন্যদের চেয়ে আরেকটু উজ্জ্বলভাবেই আমাদের মনে থাকবে করোনাকাল...।
হ্যাঁ। একদিন সব ঠিক হবে। নতুন আলোয় হাঁটব দুজন।
তখন জয় গোস্বামীর লাইনটা মাথায় রেখো না কিন্তু!

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]