তৃতীয় বিশ্বযুদ্ধ কেন পিছিয়ে গেল?

—মি. প্রেসিডেন্ট। আপনার জীবন গুরুত্বপূর্ণ। আমরা এটার জন্য মেরিন ডিপ্লয় করেছি। শুধু তা-ই নয়, প্রয়োজনে সীমিত আকারে বিমান হামলা ও পরমাণু হামলাও করব। যেকোনো মূল্যে এটা আনব। অন্তত এক মাস আপনি সুরক্ষিত থাকবেন। এর মধ্যে ভ্যাকসিন এলেই সব ঠিক হয়ে যাবে।

ট্রাম্প অসহায় ভঙ্গিতে তাকালেন।

—মি. প্রেসিডেন্ট, এটা আমাদের চাই। সাম্রাজ্যবাদী ট্রাম্প সেখানে হামলা করার আগেই আমরা এটা হস্তগত করব। তা ছাড়া তাদের দেশে আমরা পরমাণু চুল্লি বানাচ্ছিলাম। তাদের সঙ্গে আমাদের সম্পর্কও ভালো।
পুতিন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, প্রয়োজনে মিসাইল হামলা করো।

—মি. প্রেসিডেন্ট। সিআইএর লেটেস্ট ইনটেল বলছে, পণ্যটা রটেন। এটা নষ্ট হয়ে গেছে। সরি স্যার। আমরা অন্য কোথাও এটা আছে কি না খুঁজছি।
ট্রাম্প অস্থির হয়ে বললেন। আই মাস্ট টক টু বার্নি নাউ।

—মি. পুতিন, স্যার। জি আর ইউ বলেছে, এটা রটেন স্যার। পচে গেছে। উই আর এক্সট্রিমলি সরি, স্যার। আর কোথাও আছে কি না দেখছি।

পুতিন স্ট্যালিনের ছবিটার দিকে তাকিয়ে মাস্কটা খুলে গভীরভাবে শ্বাস নিলেন।
পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে আরেকবার প্রতিহত করল।

গত ৬ মাস ধরে নীলের সঙ্গে পৃথিবীর কোনো যোগাযোগ নেই। সে আছে বাংলাদেশে। মৃত নগরী ঢাকায়।
নীল জাহান তার ক্যাবিনেট থেকে পচা সাবানটা বের করল।
পৃথিবীর সব সাবান কারখানার কারিগর , কেমিস্ট—সব মরে গেছে।
এটাই পৃথিবীর শেষ সাবান। নীল সেটা জানে না।

১ নং পচা সাবান।
ভাইরাসের হাত থেকে বাঁচার হাতিয়ার পৃথিবীর সর্বশেষ সাবানটি নীল জাহানের হাতে। সে তার নীল জামাটা পরিষ্কার করবে এখন।


[নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]