বাসরঘর: ওসমান সজীব

‘তুমি সোফায় গেলে কেন?’

‘এই ছোট খাটে দুজন ঘুমাতে পারব না।’
‘তোমার আরও বড় খাট লাগবে!’
‘থাক না, তুমি ঘুমাও।’
‘লজ্জা পাচ্ছ না তো?’
‘লজ্জা পাব কেন?’
‘ঘুমাতে আসো বলছি?’
‘বিশ্বাস করো, বড় খাট ছাড়া ঘুমাতে পারি না।’
‘আচ্ছা, বাবাকে বলব যেন বিশাল খাট বানিয়ে দেয়। এবার আসো?’
‘থাক না!’
‘প্রেম করার সময় খুব একসাথে ঘুমানোর বায়না ধরতে, আর আজ বাসর রাতে আলাদা ঘুমাতে চাও?’

সানি বুঝতে পারে, বড় ভুল হয়ে গেছে! বিয়ের আগেই নউরিনকে বদ অভ্যাসটার কথা জানানো উচিত ছিল! কিন্তু নউরিন যে রকম বদরাগী, জ্যান্ত খেয়ে ফেলবে!
এখন কী হবে! ‘ইয়া নাফসি ইয়া নাফসি’ করে খাটে উঠল।

মধ্যরাতে ধড়মড়িয়ে উঠে বসল সানি।
নউরিন পড়ে গেছে খাট থেকে।
ঘুমের ঘোরে হাত-পা ছোড়ার পুরোনো অভ্যাসটা তার কোনো দিন যাবে না।

নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]