বেলা তুমি শুনছ: তানভীর মাহমুদুল হাসান

তুমি কবে আসবে গ্রাম থেকে? তুমি না এলে আমি কিন্তু চলে আসব।

—কীভাবে আসবে? রাস্তাঘাট সব যে বন্ধ।
—হেঁটে চলে আসব। তোমার প্রেমিকার শক্ত দুইটা পা আছে।
—কিন্তু তোমার প্রেমিকের বাড়ি যে অনেক দূর।
—তোমার প্রেমিকা দূর ভয় পায়? এই চিনলে? যখন হাঁটা শুরু করব, তখন থেকেই তো আমার মনে হবে, আমি তোমার কাছে আসছি।

সময় আরও যাচ্ছে। করোনার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গ্রামে বিদ্যুৎ চলে গেল, সে আজ দুদিন। ফোনের একটু চার্জ আছে। তাকে কি মেসেজ দেব, নাকি ফোন?

—আচ্ছা শোনো। ফোন অফ হয়ে যেতে পারে। আমি ঠিক চলে আসব দ্রুত, সব ঠিক হলেই। কান্না কোরো না। অনেক ভালোবাসি...
—তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তোমার কি ঠান্ডা লেগেছে? হ্যালো…এই…এই...

নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]