সুখ: ওয়াহিদ ইবনে রেজা

কাকটির মুখভর্তি খাবার। এখন কোনো কমতি নেই কোথাও। যত পারো খাও, পুরো শহরজুড়ে বুফে! কাকটা বড় চৌরাস্তা দিয়ে উড়ে যায়। ফাঁকা রাস্তা, তাই মাঝখান দিয়ে যেতে বাধা নেই। অবাধ, স্বাধীন, অনেকটা ভাবনাহীন রাজার মতো সে ওড়ে। ভাবে, একবার এমন এক রাজার সঙ্গে দেখা হয়েছিল তার। বিশাল বহর নিয়ে, এইভাবে, ঠিক এই রাস্তা দিয়েই যেতে দেখেছিল সেই রাজাকে! কী সুখ!

আজ এই সুখ কাকটার। কেউ তার কাছ থেকে তা নিতে পারবে না। বাসায় পৌঁছেই সে মুখ থেকে উগলে দেয় খাবার। কাকটির ছানাপোনাগুলো ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ নীল আকাশের দিকে তাকিয়ে থাকা মৃত মানুষের চোখে।

নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected]