লোভ : শারমিন রহমান

কয় বিঘা জমি চাস রুস্তম তুই?

কী কন, হুজুর? জমি?

শোন, করোনায় গ্রামের অর্ধেক মানুষ মরব, আর অর্ধেক মরব না খাইয়া। যেই দিকে যাবি, সেই দিকেই সব জমি আমাগো হইব। কত জমি লাগব তোর? গুদামে চাউলের খবরটা খালি বাইরের লোকে যেন না জানে। বুঝলি কিছু?

জে হুজুর।

নে পিঠটা একটু মেসেজ কইরা দে দেহি।

এরপর থেকে দুই তিন দিন হলো রুস্তমের কোনো খোঁজ নাই। বিশ্বস্ত রুস্তমের ভ্যান ছাড়া কোন কিছুতে চাউল গোডাউনে আনে না চেয়ারম্যান। তাই রুস্তমকে নিয়ে চিন্তিত সে।

মাগরিবের পর হঠাৎ উত্তরপাড়ার জামে মসজিদ থেকে মাইকিং করল কেউ...

দু-তিন দিন জ্বর-কাশি নিয়ে ভুগে আজ রুস্তম মিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছে। ডাক্তার করোনা সন্দেহে তার আলামত সংগ্রহ করেছে। রুস্তমের বাড়ি ও তার আাশেপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

ঘোষনার পর  আতঙ্কে খড়িমাটির মতো ফ্যাকাশে হয়ে যাওয়া চেয়ারম্যানের চেহারা কেউ দেখল না।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]