দুঃসময়ের কবিতা: হামীম ফারুক

ফুঁসে ওঠা স্রোতে হননের উৎসব—ভেসে আসা উপড়ানো

শিকড়, মৃত মাছের ফুলকো
কাত হয়ে যাওয়া স্কুলঘর, দেখে দপ্তরির—
'দূর হ, দূর হ'
ভাঙনের সাপুড়ে বাঁশি বেজে ওঠে নদীপাড়ে
দু-একটি ইগল দূর থেকে সরু চোখে মাপে
পরিত্যক্ত ভিটি
নিভে আসা বিকেল দ্রত লুকিয়ে পড়ে ঘোলা জলে।