কোভিড-২০১৯: জিনিয়া চৌধুরী

ভাবনাটা আসেনি তখনো

গ্রীবায় ঠেকিয়েছিলে গাল-প্রেমটাও এসেছিল খুব,
নুতন কুঁড়ির মতো করে।
তখনো ভাবিনি প্রিয় জানো,
মৃত্যুরা এসে দাঁড়িয়েছে দুয়ারে।


তোমার শ্বাসে মেলাবই শ্বাস
বিশ্বাসে এত দূরে হেঁটে
তখনো বুঝিনি তবে শোনো
মৃত্যুরা সুর, তাল, লয় দেবে কেটে।


বাতাসের সাথে বিষ
প্রাণ খুলে হেসেছি যে শহরে
এতকাল, করতলে মেখেছি যে ঘ্রাণ, তখনো কি বুঝেছি
মৃত্যুরা এভাবে করবে আহ্বান!


শ্মশান ধুয়ে দেবে জলে, শবদেহ মাটি দিয়ে চাপা,
মায়ের দেখব না মুখ, একাই কি চলে যাবে বাবা?


বাচ্চারা ছুটে এসে বুঝি
ধরবে না জাপ্টে গায়ে
এ কেমন নিদারুণ ব্যথা
মৃত্যুরা ঘোরে পায়ে পায়ে!


তুমিও বাসবে না ভালো
প্রাণ খুলে হাসবে না আর?
তোমাকেও বলে দেব কি
হে বন্ধু বিদায় এবার?