পৃথিবীর অসুখ: মো. আইনাল হক

এখন পৃথিবীর অসুখ!

এখন পৃথিবীর অবসর এক বুক।
ধোঁয়া উড়িয়ে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের
প্রতিযোগিতা চলছে না আর;
রাসায়নিক কেমিক্যালে দূষিত হচ্ছে না
নদী, সাগর, মহাসাগর।
বাতাসের গায়ে নির্মলতার বিশুদ্ধ গন্ধ,
পৃথিবীর নিশ্বাস নিঃসরণ প্রায় বন্ধ।


এমন অসুস্থ শরীর নিয়ে কী কেউ
হত্যা, জখম, ধর্ষণ, হাঙ্গামা করে?
মামলার পাহাড় জমেনি আদালতে
অভিযোগহীন ডাকবাক্স, আসামিহীন পুলিশ
স্টেশন, মদ-নর্তকীহীন বিনোদন কেন্দ্র।
প্রকৃতির অবাধ স্বাধীনতা, এমন স্বেচ্ছাচারী
উদ্দাম জীবন কবে পেয়েছে বন্যপ্রাণীকূল?
নিউইয়র্ক,লন্ডন,রোম,ঢাকা,দিল্লি,ইসলামাবাদে
নেই অধিকার আদায়ের গণমিছিল,
রাজপথে চলে না বিপ্লবের শঙ্খচিল।
জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সার্ক, সামিট-২০,
ন্যাটো, ওআইসিরর ভীষণ কর্মবিরতি।
জাপান, চীন, আমেরিকা, ব্রিটেনে চলে না
ঝড়ের বেগে বৈদ্যুতিক ট্রেন।
ঢাকার বুকে থমকে গেছে চাকা বসুমতী, বলাকা
বসুন্ধরা, সুপ্রভাত, তুরাগ, আকিব, ইতিহাসের;
মেসি, নেইমার, রোনালদো, দিবালা কিংবা
সাকিব, কোহলি, আমির, রাফায়েল, সেরেনা
জোকোভিচদের দৃষ্টিনন্দন ক্রীড়ানৈপুণ্যের পসরা
সাজেনি সবুজ মাঠের দূর্বাঘাসের ওপর।
পবিত্র ভূমি মক্কা-মদিনায় আটকে গেছে বিশ্ব মুসলিম উম্মাহর
রাসুল (সা.)-এর রওজা তাওয়াফ।
এখন পৃথিবীর অসুখ!
ফেরিওয়ালার ডাকে হয় না ভোর,
মৌনতা ছুঁয়ে গেছে পৃথিবীর ভাঙা দোর।


শিক্ষার্থীর কলোরবে মুখরিত হয়না শিক্ষাপ্রতিষ্ঠান,
জনশূন্য বিল্ডিংগুলো পড়ে আছে যেন এক-একটা শ্মশান।
কর্মব্যস্ততাহীন স্তব্ধ পৃথিবী যেন অসাড় প্রাণহীন বিরাট দেহ,
দিনের পর দিন অতিবাহিত হয় বাড়ির বাহির হয় না কেহ।
নেই অস্ত্র অথবা স্নায়ু যুদ্ধের প্রস্তুতি ঝংকার
ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইসরায়েল, ফিলিস্তিন, পাকিস্তানে
নেই বোমার বিকট শব্দের সাথে নিরীহ মানুষের আর্তচিৎকার।
অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক অবস্থার উন্নতিকল্পে
ঘটেছে কূটনৈতিক তৎপরতার অবসান।
কুলি, মুটে, মুজুরের অখণ্ড অবকাশ উদ্যাপন,
সারা পৃথিবীব্যাপী ঘোষিত হয়েছে লকডাউন।
ডোনাল্ড ট্রাম্পের কাতর চোখের জল প্রমাণ করে আজ পৃথিবীর অসুখ।
রানি এলিজাবেথ, কিং জম ডন, ভ্লাদিমির পুতিন, আয়াতুল্লাহ খোমেনি,
শেখ হাসিনা, নরেন্দ্র মোদি, বরিস জনসনদের কিংকর্তব্যবিমূঢ় অবস্থা
বলে দেয় আজ পৃথিবীর অসুখ।
সেদিন আসবে কবে, যেদিন পৃথিবী এই অশুভ ব্যামোমুক্ত হবে?
ফিরে পাবে তার আপন রূপ, পুনরায় মানুষের পদভারে
মুখরিত হবে পৃথিবীর উন্মুক্ত বুক...