ভালো আছি তো?: ইভানা ফেরদৌসী

মাঝরাতে ঘুম ভাঙলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। জ্যোৎস্নার আলোয় আমার বারান্দায় ডালিয়া ফুলটি ঝলমল করছিল। মনে হলো, ওটি হাসছিল আর বলছিল, ভালো আছ তো?
কদিন আগে হলে নিশ্চয় বলতাম, ভালো আছি। সহজিয়া কড়চা। কিন্তু আজ থমকে গেলাম। নিজের ছায়াও যেন বলছে, ভালো আছ তো?
জানি না, আমি কিচ্ছু জানি না! জানি না ভালো আছি কি না! ভালো থাকার সবটাই কি করেছি? মনে পড়ল, ইন্টারনেটে পড়া মৃত্যুশয্যায় শায়িত মানব-নামীয় দানবের ছোড়া বোমায় আহত তিন বছরের সিরীয় বালকের ভুবনকাঁপানো হৃদয়নিংড়ানো উক্তি—'আমি আল্লাহকে সব বলে দেবো।'
আমাদের কী কথা সে বলে দেবে? তাহলে কি আমাদের আত্মার ভাইরাসের কথা বলে দেবে?
এখন আর মানবনিধনে ট্রিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত মারণাস্ত্র কোনো কাজই করছে না। অদৃশ্য এক ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু সমগ্র মানবজাতিকে মরমে মেরে রেখেছে। 
আমারও প্রশ্ন, আমরা ভালো আছি তো? 

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]