মোস্তফা হামেদীর কবিতা

তারা
চেহারাগুলি বদলাতে শুরু করল—

সে এক অদ্ভুত হাওয়া এল
গ্রামের জঙ্গলে—

কেউই আর ফিরতে পারল না নিজের অতীতে
পথগুলি মুছে গেল ঘাসের দ্রোহে—

তারা ভুলে গেল রোদ—সংগমবোধ
ঘুম থেকে জেগে উঠে
আবার ঘুমিয়ে পড়ল তারা
ক্ষুধা, ক্রোধ, ভয়
কিছুই মনে পড়ছে না আর

অসারতার চূড়ায় একটা ঘ্রাণহীন ফুল
ফুটে রইল কেবল—

তারা ভ্রুক্ষেপও করল না।

ছোট পাখি

হাওয়ারোদের মগ্নতার ভাঁজে
বামন এক জারুল ছায়ায়
'চিরিত চিরিত' করে একটা পাখি ডেকে উঠল

ছোট পাখি, ছোট ডানা, ছোট লেজ—

ভারি তীক্ষ্ণ আওয়াজ!

শটি, বনলতা, ঘাসের নমিত শরীর বেয়ে
এসে পৌঁছল জানালায়
শিশুটি তাকিয়ে ছিল আনমনে
বাইরের রূপ-রস-রহস্যের দিকে

হেসে উঠল—

পাখিটাও খেলাচ্ছলে—ছোট এক বিমানের মতো
সাঁই করে উড়ে চলে গেল কোথাও।

বেড়া

বয়স পঁয়ত্রিশ হতে চলল

'গৌতম গৌতম' বলে
কে যেন ডাকছে
বেড়ায় গলা উঁচিয়ে—

আমি শুনতে পাই—
শিশুর কান্না
হাঁড়ি ধোয়ার আওয়াজ

একটা অরণ্য নৈঃশব্দ্যে কেঁপে উঠছে
ভেতরে—

পাতা পড়ার ক্ষীণ ধ্বনি
সংগত করছে ধ্যানে।

অন্য আলো অনলাইনে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]