রাত পোহালে রোদে যাব

রাত পোহালে রোদে যাব ছিটকানিটা দেয় না খুলে
হাওয়া দিচ্ছে প্ররোচনা মন হয়েছে বাউণ্ডুলে। 

এই ঘরে তো মন টেকে না, বাজছে শোনো আরেকটি স্বর
সুযোগ পেলে বাঁধব নিজে দেয়াল ছাড়া সুরম্য ঘর। 

রাত পোহালে রোদে যাব, ধান কুড়াব গুমাই বিলে
লোনা ঘামে ভিজলে জামা উড়িয়ে দেব মস্ত নীলে। 

ঘোরের ভেতর কখন যেন পৌঁছে যাব শিল্পকলায়
দশটি ছেলে দশটি মেয়ে গান ধরবে ধরাজ গলায়। 

ঘর থেকে আজ ছুটি পেলে ঠোঁট ভেজাব গরম চায়ে
চেরাগীতে আড্ডাবাজির হাওয়া লাগাই নিজের গায়ে। 

শুনছি নাকি শুশুক এসে ডিগবাজি খায় পতেঙ্গাতে
জ্যোৎস্না খেলে লুকোচুরি ঢেউয়ের সঙ্গে রাতবিরাতে। 

পথ বিছিয়ে দাও না শহর একটু যাব নিজের গ্রামে
ওখানে সব পাতাবাহার রং মেলেছে বাবার নামে 

মানুষটি তো ঘুমিয়ে আছে, গাছের ছায়ায় ওই নিরালায়
সন্ধ্যাবেলা ফেরেশতারা জোনাক হয়ে আলো জ্বালায়। 

বিষমাখা রাত কখন যাবে, ত্রস্ত শরীর উঠছে দুলে
মুখের বসন আলগা করে মন হয়েছে বাউণ্ডুলে।