ভূতলেখকদের কীর্তি

রেমন্ড বেনসন, টেড সরেনসেন, পিটার লেরাঙ্গিস
রেমন্ড বেনসন, টেড সরেনসেন, পিটার লেরাঙ্গিস
>

ভূতলেখকদের কীর্তির শেষ নেই। তাঁদের কয়েকটি কীর্তি সম্পর্কে জানাচ্ছেন মারুফ ইসলাম 

কে লিখেছেন জেমস বন্ডের ১২টি বই?
যদি বলি রেমন্ড বেনসন নামে এক ভদ্রলোকই বিশ্বখ্যাত গোয়েন্দা সিরিজ ‘জেমস বন্ড’-এর ১২টি বই লিখেছেন, তা হলে কি অবিশ্বাস করবেন? অবিশ্বাস করলেও সত্যটা উল্টে যাবে না। সত্য হচ্ছে, ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ‘জেমস বন্ড’ সিরিজের সব বই রেমন্ড বেনসনই লিখেছেন। যদিও মুদ্রিত বইয়ে আপনারা দেখেছেন ইয়ান ফ্লেমিংয়ের নাম। 

জন এফ কেনেডির আত্মজীবনী কার লেখা?
মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রোফাইলস ইন কারেজ নামের বইটি ব্যাপক জনপ্রিয় একটি আত্মজীবনী। এটি পুলিৎজার পুরস্কারও জিতেছিল। কিন্তু বইটি তাঁর নিজের লেখা নয়, তিনি এটি লিখিয়ে নিয়েছেন একজন ভূতলেখককে দিয়ে। তাঁর নাম টেড সরেনসেন। 

অবশেষে কে লিখলেন দ্য বেবিসিটার্স ক্লাব?
‘দ্য বেবিসিটার্স ক্লাব’নামটি দেখলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অ্যান এম মার্টিনের নাম। ‘দ্য বেবিসিটার্স ক্লাব’-এর ৩৫টি বই লিখেছেন এই লেখক। কিন্তু আপনি কি জানেন, ৩৬তম বইটি লিখতে গিয়ে থেমে যান অ্যান এম মার্টিন? সিদ্ধান্ত নেন এই সিরিজ আর লিখবেন না। তখন প্রকাশক পড়ে যান বিপদে। কী করবেন? খুঁজতে শুরু করেন ভূতলেখক। পেয়েও যান পিটার লেরাঙ্গিসকে। ‘দ্য বেবিসিটার্স ক্লাব’-এরপরের সিরিজগুলো তিনিই লিখেছেন।

সূত্র: মেন্টাল ফ্লস, দ্য রাইটার্স ফর হায়ার ও কমনওয়েল থিয়েটার