এক কেকে দুই অনুষ্ঠান

প্রায় চার বছর আগের কথা। সেদিন ছিল বাবা দিবস। তখন আমার বয়স ছিল ৮ বছর আর আমার বড় ভাইয়ের বয়স ১০। আমরা দুজনেই বাপীকে বাবা দিবসের কার্ড দিয়ে শুভেচ্ছা জানালাম। বাবাকে বললাম, ‘বাবা, বিকেলে কেক নিয়ে এসো।’ বাবা বলল, ‘আচ্ছা।’

এরপর ঘটল এক অভাবিত ঘটনা। ঘটনাটি বাপী আমাদের বলেছিল যেদিন বাবা দিবস ছিল ওই দিন রাতের বেলা।

যে বাবা দিবসের কথা বলছি ওইদিন ছিল শনিবার এবং তার আগের দিন ধর্মঘটের কারণে দুই দিনই দোকান বন্ধ ছিল। তবে সৌভাগ্যক্রমে খোলা ছিল একটি কেকের দোকান। তবে সেখানে অনেক বড় সারি ছিল। যেহেতু, সেদিন বাবা দিবস, তাই সবাই বাবা দিবসে কেক কিনতে এসেছে। এর মধ্যে বাপীর হঠাৎ একটি গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল। ফলে লাইনে দাঁড়ানো বাপী তার পেছনে থাকা এক দিদাকে জায়গা রাখতে অনুরোধ করল। এই দিদা অনেক ভালো ছিল। তাই তিনি সম্মত হলে বাপী সেই কাজে চলে গেল। 

বাপী ১০ মিনিট পর চলে এল এবং জায়গা ফিরে পেল। তার ৫ মিনিট পর ওই দিদার মোবাইলে কল এলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান এবং যাওয়ার আগে বাপীকে অনুরোধ করেন তাঁর জায়গাটি রাখার জন্য। সারিতে তখন ৯ জন লোক ছিল। বাপী ছিল প্রথমে। তখন বাপী কেক কিনল ও সারি থেকে বের হয়ে ওই দিদার জন্য অপেক্ষা করল।  একসময় বাকি ৮ জনও কেক নিয়ে বাড়িতে চলে গেল। এর পরই ওই দিদা ফিরে এলেন। তবে ততক্ষণে সব কেক শেষ হয়ে গেছে। তখন ওই দিদা বললেন, ‘আজ তার নাতনির জন্মদিন।’ এ কথা শুনে বাপী মনে মনে বলল, ‘বাবা দিবস তো যেকোনো দিন পালন করা যেতে পারে, কিন্তু জন্মদিন তো সেদিনই পালন করা হয়, যেদিন তার জন্ম।’ তাই বাপী কেকটি ওই দিদাকে দিয়ে দিল। দিদা খুব খুশি হলেন। 

>

তারপর কিছুক্ষণ মামণি, বাপী, আমাদের সঙ্গে কিছু আলোচনা-গল্প করে ওই দিদা বললেন, ‘আজ একটা কেকে পালন করা হবে দুটি অনুষ্ঠান।’ ঠিক রাত সাড়ে আটটায় আমরা একসঙ্গে কেক কাটলাম। আর ওই কেকে দুটি শিরোনাম ছিল। একটি হলো ‘Happy Birthday to you Firky’, আরেকটি হলো ‘HAPPY FATHER'S DAY।’ 

আমরা দুই ভাই কেক না আনার জন্য রাগ করায় বাপী আমাদের ঘটনাটির খুঁটিনাটি বুঝিয়ে বলল। এই ঘটনার পর আমাদের কাছে বাপী আরও সম্মানীয় হয়ে গেল। তখন হঠাৎ করে কে যেন দরজায় শব্দ করল। দরজা খুলে বাপী দেখে, ওই দিদা এসেছেন তাঁর নাতনিকে সঙ্গে নিয়ে। তাঁর হাতে কেকের বাক্স। 

তারপর কিছুক্ষণ মামণি, বাপী, আমাদের সঙ্গে কিছু আলোচনা-গল্প করে ওই দিদা বললেন, ‘আজ একটা কেকে পালন করা হবে দুটি অনুষ্ঠান।’ ঠিক রাত সাড়ে আটটায় আমরা একসঙ্গে কেক কাটলাম। আর ওই কেকে দুটি শিরোনাম ছিল। একটি হলো ‘Happy Birthday to you Firky’, আরেকটি হলো ‘HAPPY FATHER'S DAY।’

এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জ।