কনফেশনস অব আ সিনেগাওয়া মাংকি

গল্প প্রসঙ্গে
বিখ্যাত জাপানি ঔপন্যাসিক, ছোটগল্প লেখক হারুকি মুরাকামির জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯ সালে জাপানের কিয়োটোতে। দেশকালের সীমানার গণ্ডিতে তিনি আটকে নেই। সমগ্র দুনিয়ায় জনপ্রিয় তিনি। এটা সম্ভব হয়েছে তাঁর সরল গদ্য ভাষা, বিষয়বস্তু, আর গল্প বলার জাদুকরি ঢংয়ের কারণে। পৃথিবীর সর্বাধিক বিক্রিত আর আলোচিত লেখকদের মধ্যে অগ্রগণ্য তাঁর নাম। ইতিমধ্যে বিশ্বের প্রায় ৫০ টি ভাষায় তাঁর লেখা অনুদিত হয়েছে। 'কনফেশনস অব এ্যা সিনেগাওয়া মাংকি' গল্পটা এই বছরের ১ জুন মাসের এক 'দ্যা নিউইয়র্কার' পত্রিকায় প্রকাশিত হয়। সেই হিসেবে এখনো বেশ তাজা গল্পটা। এমনকি মুরাকামির কোনো বইয়েও এটা এখন অব্দি স্থান পায়নি। আগামী মাসে তার নতুন একটা ছোটগল্পের বই বের হওয়ার কথা। এটা সেই বইয়েরই একটা গল্প। গল্পটা সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, এটা একটা টিপিক্যাল মুরাকামি স্টোরি। বাস্তবতাকে টুকরো টুকরো করে ভেঙে এক ধরনের মেটাফরিক্যাল উপস্থাপনা, যা পাঠককে বিব্রতকর কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়; এবং অবশ্যই এসব প্রশ্নের মুখোমুখি আমরা হতে চাই না। গল্পটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন আলভী আহমেদ