মুশফেকা ইসলামের কবিতা

মুশফেকা ইসলাম
মুশফেকা ইসলাম
সময়, মানুষ ও সমসাময়িক বাস্তবতাই মুশফেকা ইসলামের কবিতায় মূর্ত হয় বারবার। স্বভাবতই তরুণ এই কবির পঙ্‌ক্তিতে পঙ্‌ক্তিতে অঙ্কিত হয় জনসমাজ আর মানুষের নাভিশ্বাস-বাস্তবতাও। কাব্য ও গদ্যভাষার মিশেলে তাঁর কবিতা যেন আদতে সময়েরই ধারাভাষ্য। ঢাকায় জন্ম নেওয়া এই কবি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন অব্দি তাঁর কোনো কবিতার বই প্রকাশিত হয়নি।


ইকোনমি

আমার লাশ আমিই
কাঁধে নিয়ে পাড়ি দেব
কুরুক্ষেত্র,
আলোর গতিতে।
প্রভু দয়াবান,
শুধু খেতে দিয়েন।

গোর খুঁড়ে
আমিই
চাপা দেব আমাকে,

সৎকারের লাইনে
মাকে দাঁড় করিয়ে এসে
ঘুরিয়ে যাব চাকা
বারবার।
জাহাঁপনা,
শুধু খেতে দিয়েন।

এবারের বসন্ত
যে দাবানল রেখে গেছে,
ঘাম কিংবা মুর্দা স্নানের জলে
নিভিয়ে দেব তাও,
পলকে।
হুজুর, মালিক
শুধু দুটো খেতে দিয়েন।

নাগরিক

আমি সেই ভূত
প্রস্তর যুগ থেকে এসে
আস্তানা গাড়ি দীর্ঘশ্বাসে

মল্লার রাগে বিলাপ করি
ক্যাকোফনিক নির্জনতায়।
মেট্রোরেল-ধুলার শহরে

গোলকের এই ভাগে
গা ঢাকা দিয়ে পথ হাঁটে অপরাধী বসন্ত।
কেরানির দল
আধা-পৌরাণিক আখ্যান রচে যায়।

আর সিনেমার ছেঁড়া টিকিট কুড়িয়ে
আমি ফিরে যাই,
তোমাদের আহত আত্মার কাছে।


ডিভাইন কমেডি

ঠিকঠাক গোরও হলো না আমার
জ্বরাসুরের কৃপায় এল না কেউ
দেখতে, কাঠের বাক্সে শুয়ে আমায়
কেমন দেখায়?

এলোমেলো চুলগুলো
গুছিয়ে দিলে হতো।
ঠোঁটের ভাঁজে ফ্যাকাশে দাগটা
মা দেখলে, মুছে দিত ঠিক
সাদা রুমালে।

পাতালের রাস্তা দেখানো আন্দ্রিয়া
যেন দেখেও দেখে না!

তবে শবানুগমনে
চুপিচুপি এসেছিল অতীত
এসে বলেছিল,
এই পৃথিবী ক্লান্ত
তুমি তাই শান্তিতে ঘুমাও,
দান্তে!

অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]