নিউইয়র্ক টাইমস বেস্টসেলার

১.

ব্লাডি জিনিয়াস

লেখক: জন স্যান্ডফোর্ড

প্রকাশক: জিপি পুটন্যামস সন্স

জন স্যান্ডফোর্ডের জনপ্রিয় সিরিজ ‘ভার্জিল ফ্লাওয়ার’–এর দ্বাদশ উপন্যাস এটি। উপন্যাসটিতে দেখা যায়, একটি বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের মধ্যে চলছে তুমুল স্নায়ুযুদ্ধ। দুটি বিভাগই নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রমাণে মরিয়া। এর মধ্যে একজন প্রখ্যাত পণ্ডিত মারা যান। তাঁকে ঘিরে ঘনীভূত হয় রহস্য।

২.

দ্য ওয়াটার ড্যান্স

লেখক: তা নিহিসি কোয়ার্টস

প্রকাশক: ওয়ান ওয়ার্ল্ড

দাস ব্যবসায়ী ও দাসদের মধ্যে বিরাজমান যুদ্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে দ্য ওয়াটার ড্যান্স-এর কাহিনি। প্রধান চরিত্র একজন যুবক, যার নাম হিরাম ওয়াকার। জন্ম থেকেই হিরাম এক অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে জন্মেছে। কিন্তু একসময় সে তার অতীতের সব স্মৃতি ভুলে যায়। সে ভুলে যায়, তার মা অনেক অনেক বছর আগে বিক্রি হয়ে গেছে দাস ব্যবসায়ীদের কাছে।'

৩.

দ্য ইনস্টিটিউট

লেখক: স্টিফেন কিং

প্রকাশক: স্ক্রিবনার

মধ্যরাত। শান্ত রাস্তা। শহরতলির এক বাড়ি। কয়েকজন অনুপ্রবেশকারী নীরবে ঢুকে পড়ে বাড়িতে। খুন করে লিউক এলিসের মা-বাবাকে। তারপর কালো একটি বস্তায় ভরে ফেলে লাশ। মাত্র দুই মিনিটের অপারেশন। এর মধ্যেই ঘুম ভেঙে যায় এলিসের। তারপর…। রুদ্ধশ্বাস এক কাহিনি।

৪.

হয়্যার দ্য ক্রোড্যাডস সিং

লেখক: ডেলিয়া ওনস

প্রকাশক: জি পি পুটন্যামস সন্স

৫৬ সপ্তাহ ধরে বেস্ট সেলার তালিকায় থাকা এই বই এখনো রয়েছে বেস্ট সেলার তালিকায়। কে ক্লার্ক জীবনযুদ্ধে সংগ্রামী এক তরুণী, যাকে সন্দেহ করা হয় খুনি হিসেবে। তরুণীটি হারিয়ে গিয়েছিল নর্থ ক্যারোলাইনার এক শহরে। অনেক অনেক দিন পর পাওয়া যায় এক মৃতদেহ। এই মৃতদেহই কি সেই খুনি তরুণী? জট পাকে রহস্য।

৫.

দ্য ডাচ হাউস

লেখক: অ্যান প্যাটচেট

প্রকাশক: হার্পার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিরিল কনরয় নামের এক ব্যক্তি ভাগ্যোন্নয়নের জন্য শুরু করে আবাসন ব্যবসা। ধীরে ধীরে বাড়াতে থাকে তার বিশাল সাম্রাজ্য। হতদরিদ্র অবস্থা থেকে বনে যায় ধনকুবের। এই গল্প বলছেন সিরিলের ছেলে ড্যানি। ড্যানির আছে এক বড় বোন আর সৎমা। এইসব পারিবারিক গল্প নিয়েই এগিয়েছে দ্য ডাচ হাউসের কাহিনি।