default-image

সংসার

আসিফ নজরুল

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১

২৭০ টাকা।

আসিফ নজরুলের এই গল্পগ্রন্থে ঝুমুর সন্দেহপ্রবণ স্ত্রী, শর্মি বেকার যুবকের প্রেমিকা, রাফিয়া নিন্দিত স্টেপমাদার, মীরা বিভ্রান্ত নতুন সংসারে। আরাশ কৌতূহলী সুপার সেপিয়ান, আমাদু বোকো হারামদের রাজ্য থেকে পালিয়ে যাওয়া অভিবাসী, সর্দার মানবজাতির রক্তপিপাসু দলপতি। এখানে ‘আমি’ কখনো মিথ্যুক প্রেমিক, সামান্য চাকুরে বা ক্রুদ্ধ সাংবাদিক। কখনো লোভ আর প্রলোভনের ফাঁদে পড়া মানুষ। আমাদের চিরচেনা জগতের গল্প লেখক এখানে বলেছেন একদম নিজস্ব মেজাজে।

বিজ্ঞাপন
default-image

টুকরো লেখার গাথা

পিয়াস মজিদ

প্রকাশক: পাললিক সৌরভ

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১

দাম: ২০০ টাকা।

এই বই মূলত ফেসবুক জার্নাল। করোনাকালের বন্দী সময়ে পড়া বই, সাময়িক ঘটনা, ভাবনা-দুর্ভাবনার প্রকাশ ঘটেছে ছোট ছোট লেখার অবয়বে। এখানে যেমন বই ও লেখক নিয়ে কথা আছে, তেমনি আছে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গও। জার্নালের ঢঙে লেখা এ গ্রন্থে সমসাময়িক বিষয়-আশয় ছুঁয়ে ছুঁয়ে কখনো–বা চিরায়ত ব্যঞ্জনাও পাওয়া যাবে।

বইপত্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন