default-image

নভেরা: শিল্পের রহস্যমানবী

শিকোয়া নাজনীন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১

দাম: ৩৫০ টাকা।

ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে রহস্যের শেষ নেই। তাঁর জীবন ও শিল্পের বিভিন্ন অধ্যায় উঠে এসেছে এখানে। আছে জীবনের সঙ্গে মিলিয়ে তাঁর শিল্পকর্মের পাঠ। ফলে এই বই পাঠ করা আসলে নভেরার জীবনের বর্ণ-গন্ধময় বিচিত্র অনুষঙ্গের অংশ হয়ে ওঠাও। ​

বিজ্ঞাপন
default-image

সময়ের পথে পৃথিবীর পথে

সিরাজুল ইসলাম কাদির

প্রকাশক: প্যাপিরাস, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২১

দাম: ৩০০ টাকা।

সময়ের পথে পৃথিবীর পথে মূলত আত্মজীবনীমূলক গ্রন্থ। লেখক সিরাজুল ইসলাম কাদির রয়টার্সের ব্যুরোপ্রধান ছিলেন। ২৩ বছর এই প্রতিষ্ঠানে কাজ করে এখন অবসর নিয়েছেন। স্মৃতিচারণার মতো করে এখানে রয়েছে অনেকগুলো রচনা, যার মাধ্যমে লেখকের জীবন, বেড়ে ওঠা, মুক্তিযুদ্ধপরবর্তী অস্থির বাংলাদেশ এবং সংবাদকর্মী হিসেবে কাজের অভিজ্ঞতা মূর্ত হয়ে উঠেছে।

বইপত্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন