বইয়ের দুনিয়া
অ্যাস্ট্রোফিজিকস: সহজ পাঠ
নীল ডিগ্র্যাস টাইসন
অনুবাদ: আবুল বাসার
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর ২০২১
দাম: ২৮০ টাকা।
জ্যোতিঃপদার্থবিজ্ঞানের খুঁটিনাটি থেকে শুরু করে মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে কৌতূহলজাগানিয়া সব প্রশ্নের জবাব পাওয়া যাবে এ বইয়ে। মহাবিশ্বের নানা রহস্য ভেঙে টুকরো টুকরো করে তা উন্মোচন করেছেন জ্যোতিঃপদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন। তাঁর সহজ-সরল ভাষা ও সহজাত রসিকতার ঢঙে বিজ্ঞানের অনেক জটিল বিষয়ও হয়ে উঠেছে সুখপাঠ্য। কিশোর-তরুণদের জন্য লেখা হলেও মহাবিশ্ব সম্পর্কে সব বয়সী পাঠকের কৌতূহল মেটাবে এ বই।
দ্য ডেমোনেস: দ্য বেস্ট বাংলাদেশি স্টোরিজ: ১৯৭১-২০২১
সম্পাদক: নিয়াজ জামান
প্রকাশক: আলেফ বুক কম্পানি, ভারত
প্রকাশকাল: ১ জানুয়ারি ২০২১
দাম: ৭৯৯ রুপি
(বাংলাদেশে ৯৫৮ টাকা)।
বাংলাদেশের সেরা গল্পকারদের সেরা গল্প দিয়ে সাজানো হয়েছে এ বই। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হালের মশিউল আলমের গল্প এতে স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ, পুরবী বসুর প্রমুখের গল্প। সব কটি গল্পই বিষয়-বৈচিত্র্যের দিক দিয়ে ৫০ বছরের সেরা গল্প হিসেবে অভিহিত হয়েছে।