বইয়ের দুনিয়া

থিয়েটার ওয়ার্ল্ডওয়াইড: মাই আইটিআই ইয়ারস

রামেন্দু মজুমদার

প্রকাশক: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা

প্রকাশকাল: নভেম্বর ২০২১

দাম: ১২০০ টাকা।

এ বইয়ে উঠে এসেছে রামেন্দু মজুমদারের আইটিআইয়ের জীবনের গল্প। কীভাবে বাংলাদেশেও আইটিআই গড়ে উঠল, সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ঘনিষ্ঠতার কথাও আছে এখানে। আছে আন্তর্জাতিক সংস্থাকে দেশে আনার প্রচেষ্টা। সবকিছু মিলিয়ে বইটি আপনাকে জানতে সাহায্য করবে আইটিআই ও আইটিআইয়ের সঙ্গে রামেন্দু মজুমদারের সম্পর্ক।

বঙ্গবন্ধুর বৃক্ষ ও প্রকৃতি ভাবনা

মোকারম হোসেন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২১

দাম: ৬০০ টাকা।

বৃক্ষ ও প্রকৃতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা কেমন ছিল—এই বইয়ে পাওয়া যাবে সেই বৃত্তান্ত। সদ্য স্বাধীন দেশে সবাইকে বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য তিনি বঙ্গভবন, গণভবন ও বর্তমান সোহ্​রাওয়ার্দী উদ্যানে গাছ লাগিয়েছিলেন। এখন যে দেশব্যাপী বৃক্ষ অন্দোলন ও প্রকৃতি সম্বন্ধে সচেতনতা তৈরি হয়েছে, এর প্রবক্তাও বঙ্গবন্ধু। সব মিলিয়ে এই বইয়ে শেখ মুজিবুর রহমানের জীবনের এক অনালোচিত অধ্যায় আলোতে এসেছে।

কল সেন্টারের অপরাজিতা

রাহিতুল ইসলাম

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২২

দাম: ২০০ টাকা।

কল সেন্টারে কাজ করে অপরাজিতা। পরিবারের কথা ভেবে জীবনের সাধ-আহ্লাদ সব বিসর্জন দেয় সে। তার আনন্দ-বিষাদময় জীবনেও আসে প্রেম। পিতৃহীন সংসারে বেড়ে ওঠা এই নারীর সংগ্রাম ও অভিনব জীবনের বাস্তবতা ফুটে উঠেছে এ উপন্যাসে। গ্রন্থনা: অন্য আলো ডেস্ক