default-image

আমার ঢাকা, আমাদের ঢাকা

সম্পাদক: নজরুল ইসলাম ও কাজী মদিনা

প্রকাশক: নগর গবেষণা কেন্দ্র ও জনান্তিক, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ৪০০ টাকা।

আমার ঢাকা, আমাদের ঢাকা আদতে ২২ জন ষাটোর্ধ্ব এমন কিছু মানুষের স্মৃতিচারণামূলক সংকলন, যাঁরা ঢাকা নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন এবং এই নগরের রূপান্তর ও বিবর্তনকে ভালোভাবে উপলব্ধি করেছেন। এখানে সেসব লেখকের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে উঠে এসেছে ঢাকার বহু বর্ণিল বিষয়–আশয়। বইটি ঢাকার সোনালি সময়কে বুঝতেও সাহায্য করবে।

default-image

বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্র চিত্রকলা

বরেন চক্রবর্তী

প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

দাম: ১৮০০ টাকা।

৬৩ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কালি আর কলমের পাশাপাশি হাতে তুলে নিয়েছিলেন রং ও তুলি। সেটাই ছিল তাঁর শব্দের ভুবন থেকে আকারের জগতে মহাযাত্রার সূচনা। কবি নিজেই বলেছেন, চিত্রকলা তাঁর শেষ বয়সের প্রিয়া। রবীন্দ্রনাথের অঙ্কনশৈলী ছিল ভারতীয় চিত্রকলার খোলনলচে বদলানো রীতি—সর্বতোভাবে, না ভারতীয়, না ইউরোপীয়—আদতে তিনি কোন ঘরানার চিত্রী? এই বইয়ে এ প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আছে বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্র চিত্রকলার প্রসঙ্গ।

বইপত্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন