ভূঁইয়া ইকবাল স্মারকগ্রন্থ
সম্পাদক: সৈয়দ মোহাম্মদ শাহেদ
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ১০০০ টাকা।
অধ্যাপক ও গবেষক ভূঁইয়া ইকবালকে নিয়ে এই বই। কিছুদিন হলো গত হয়েছেন তিনি। তাঁকে যাঁরা বিশেষভাবে জানতেন, মূলত তাঁদের স্মৃতি নিয়ে বইটি সাজানো। এতে যেমন তাঁর অগ্রজদের স্মৃতি আছে, রয়েছে অনুজদেরও কথা। পাশাপাশি ভূঁইয়া ইকবালের নিজের কথাও কিছুটা যুক্ত করা হয়েছে এই বইয়ে। সব মিলিয়ে বইটি ভূঁইয়া ইকবালের প্রতি শ্রদ্ধার একটি স্মারক তো বটেই, এর বাইরে মানুষ ভূঁইয়া ইকবালকে বোঝার জন্যও এটি খুব কার্যকর।
জীবনানন্দ পত্রাবলি
সম্পাদক: ফয়জুল লতিফ চৌধুরী
প্রকাশক: পাঠক সমাবেশ, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ৬৯৫ টাকা।
কবি জীবনানন্দ দাশ নিয়মিত চিঠি লিখতেন, যথেষ্ট যত্ন নিয়ে নানা জনের সঙ্গে পত্রালাপ করতেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি চিঠি তাঁর সাহিত্যবিষয়ক মতাদর্শ ও ধ্যানধারণার অকৃত্রিম স্বাক্ষর বহন করে আসছে। পূর্বাশা সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য বলেছেন, ‘চিঠিপত্রে অত্যন্ত অন্তরঙ্গ কবি ছিলেন তিনি।’ জীবনানন্দ দাশের সেই চিঠিপত্র দুই মলাটের ভেতরে আনার প্রয়াসেই এই সংকলন। এই চিঠির মধ্য দিয়ে কবির বাইরে অন্য এক জীবনানন্দও আমাদের সামনে উদ্ভাসিত হন।