বইয়ের দুনিয়া
ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে
মঈনুস সুলতান
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ৩৫০ টাকা
দানাকিল ডিপ্রেশন নামে পরিচিত অত্যন্ত দুর্গম একটি জায়গার অবস্থান ইথিওপিয়ার প্রত্যন্ত অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০২ ফুট নিচে। দানাকিল ডিপ্রেশনে আগ্নেয়গিরির লাভালিপ্ত নিসর্গের বিবরণের সঙ্গে লেখক যুক্ত করেন স্থানীয় আফার সম্প্রদায়ের মানুষের দিনযাপনের খণ্ড কাহিনি। সমান্তরালভাবে উপস্থাপন করেন হরেক কিসিমের পর্যটকের চরিত্র। বিস্তারিত হয় শরণার্থীশিবির, মরুচারীদের গ্রাম বা বেসক্যাম্পের বিষয়–আশয়। পরিশেষে সক্রিয় আগ্নেয়গিরি-সংলগ্ন লাভাহ্রদের পারে রাত্রিযাপনের ঘটনাও পাঠকদের আগ্রহী করে তোলে।
মহামারি মহাকাল
শাহাদুজ্জামান
প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ৪০০ টাকা
কোভিড-১৯ মহামারি সাম্প্রতিক মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একটি ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত। পৃথিবীর প্রায় সব প্রান্তকে স্পর্শ করেছে এই মহামারি। এ মহামারির অভিঘাত ঘটেছে পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে। এ অভিঘাত ঘটেছে বাংলাদেশেও। আলোচ্য বইয়ে কথাসাহিত্যিক ও জনস্বাস্থ্যবিদ শাহাদুজ্জামান কোভিড মহামারির ঐতিহাসিক, রাজনৈতিক, সাহিত্যিক ও জনস্বাস্থ্যগত নানা মাত্রা নিয়ে লিখেছেন।
তর্ক
সম্পাদক: সাখাওয়াত টিপু
প্রকাশক: তর্ক বাংলা, ঢাকা
প্রকাশকাল: এপ্রিল ২০২২
দাম: ৬০০ টাকা।
অনলাইন সাহিত্য জার্নাল তর্ক বাংলা সম্প্রতি ছাপা সংস্করণে বের করেছে তর্ক নামের সাহিত্য পত্রিকা। মতিউর রহমান, সৈয়দ জামিল আহমেদ, শহীদুল আলম, সলিমুল্লাহ খান, নূরুল কবীর—দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতীজনদের সবিস্তার কথোপকথনসহ এখানে রয়েছে ব্রিটিশ লেখক মাইকেল ডবসন ও স্প্যানিশ কবি হোসে কোজেরের সাক্ষাৎকার। আছে প্রয়াত কথাসাহিত্যিক মাহমুদুল হকের অপ্রকাশিত আলাপচারিতা। এই সাময়িকীতে অভিভাষণ লিখেছেন আকবর আলি খান। প্রবন্ধে সূচিবদ্ধ হয়েছেন ফয়জুল লতিফ চৌধুরী, মনজুরুল হক, খন্দকার সাখাওয়াত আলী ও আ–আল মামুন। এ ছাড়া বিশ্বখ্যাত দার্শনিক লুইস আলথুসার, আলাঁ বাদিয়ুর লেখার পাশাপাশি এতে আছে হোর্হে লুইস বোর্হেসের অনূদিত প্রবন্ধ। একাধিক গল্প, কবিতা, চিত্রকলা—নানা কিছু মিলিয়ে তর্কতে পাওয়া যাবে সাহিত্য ও চিন্তার আকর্ষণীয় সমাহার।