নদীর বিলাপ
তিলে তিলে মরছি আমিতোমরা কি টের পাও?নদী বলে, আমার বুকেঅথই ধারা দাও।দালানকোঠা, ইট-পাথরেআমার দুপাশ দিচ্ছ ভরেআমার গতি থামিয়ে দিতেগড়ছ কত বাঁধ!নদী বলে, মানুষ আমারকিসের অপরাধ?কুলুকুলু সুর শুনিয়েআপন মনে গুনগুনিয়েধান-কাউনের ক্ষেত ঘেঁষে আরহয় না আমার চলা।নদী বলে, তোমরা আমারধরছ টিপে গলা।বুকে পলির দুঃখ নিয়েদিনরাত্তির ছুটতে গিয়েপথের বাঁকে বাঁকে আমিকেবল হোঁচট খাই।নদী বলে, আমার বুকেঅথই ধারা চাই।চিরটা কাল ফুলে ফলেভরিয়ে এ দেশ রাখতে হলেআমার বুকে ভাসিয়ে রেখোহাজার ডিঙা-নাওনদী বলে, তোমরা বাঁচোআমায় বাঁচতে দাও।নদীর ব্যথায় বাতাস ভারীমানুষ তবু হাসেদিনে দিনে নদীর ধারাশীর্ণ হয়ে আসে।