মটরশুঁটির বাড়ি
সবুজ দানার ছোট্ট মটরশুঁটি,কেমন করে পড়শি কয়েক ঘরেপাশাপাশি ঘুমাস থরে থরে?তোদের বাড়ি যাওয়ার লোভে নেব—কয়েক দিনের ছুটি।লম্বা ঘরে ঘুমিয়ে সারাক্ষণধীরে তোরা উঠিস যেন বেড়ে—কয় যমজ ভাই ও বোন।তোদের বাড়ি যায় বেড়াতে কারা?চাঁদের আলো, জোনাকি, না তারা?বল না আমায় ছোট্ট মটরশুঁটি—সেই বাড়িতে কী করে খায় এতস্বপ্ন লুটোপুটি?নাই জানালা, দরজাও নাই দেখেঅবাক হয়ে ভাবি—ঘরে আঁটা থাকলে তালাচাবিতোদের বাড়ি কেমন করে যাব?চুপি চুপি যাই কোনো দিন যদি,চাঁদের আলোয় তোদের পাশে শুয়েআমিও ঘুমাব।