গ্রীষ্মকাল। অনেক দিন বৃষ্টি হয় না। বিশাল ছাতার নিচে বসে আছে এক ব্যাঙ।
হঠাৎ সে দেখল, তার দুটো ডানা গজিয়েছে! ডানা পেয়ে ব্যাঙটি আকাশে উড়তে লাগল। উড়তে উড়তে মেঘের দেশে গেল। সেখানে কত বৃষ্টি!
আনন্দে সে বৃষ্টিতে ভিজতে লাগল। ডাকতে লাগল ঘ্যাঙর ঘ্যাঙর করে। অনেক ভিজে এবং ডাকাডাকি করে ব্যাঙটি ভীষণ ক্লান্ত। তাই সেখানেই শুয়ে পড়ল।
কতক্ষণ পর কে জানে, হঠাৎ সে ধড়মড় করে উঠে বসল। দেখল, চারদিকে ঠাঠা রোদ। কোথাও মেঘ নেই। বৃষ্টিও নেই। আর তার ডানা দুটো উড়ে উড়ে চলে যাচ্ছে।
ব্যাঙ ওই ডানা ধরতে দিল এক লাফ। কিন্তু ডানা তো উড়ে গেল অনেক দূরে! ব্যাঙ এসে পড়ল সেই ছাতার পাশে, একটা ডোবায়। সেই থেকে সে বৃষ্টি দেখলেই খুশি হয়। ভাবে, আবার সেই ডানা জোড়া ফিরে পাবে।