শিশুদের জন্য দারুণ খবর। বিজয় দিবস উপলক্ষে প্রথমা বুক ক্যাফে আয়োজন করছে ‘রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ সংগীতায়োজন। ১৬ ডিসেম্বর ঢাকার ১০০ ফিটের মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটির শেফস টেবিল কোর্টসাইডে বসবে এই আসর।
নিয়মাবলি
দেখে নেওয়া যাক প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মগুলো—
চিত্রাঙ্কন প্রতিযোগীদের বয়সসীমা ৫ থেকে ১২ বছর।
প্রতিযোগিতার সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
ছবি আঁকার সরঞ্জাম প্রতিযোগীদের সঙ্গে নিয়ে আসতে হবে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন চিত্রশিল্পী ফারেহা জেবা, অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রশিল্পী অশোক কর্মকার।
পুরস্কার
প্রতিযোগিতায় বিজয়ীরা প্রথম পুরস্কার হিসেবে পাবে ৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকার বই এবং তৃতীয় পুরস্কার ২ হাজার টাকার বই। আরও থাকছে বিশেষ পুরস্কার!
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অর্থাৎ বেলা ১১টা থেকে শুরু হবে সংগীতায়োজন। চলবে দুপুর ১২টা পর্যন্ত।