প্রকাশের পাঁচ দিনের মধ্যেই প্রথম মুদ্রণ শেষ হলো মহিউদ্দিন আহমদের লেখা প্রতিনায়ক: সিরাজুল আলম খান বইয়ের। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটি প্রকাশের পরপরই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ৫ মার্চ বইটি বাজারে এসেছে।
বাংলাদেশের রাজনীতির এক রহস্যপুরুষ সিরাজুল আলম খান। তাঁকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই রহস্যমানবের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তিনটি পর্ব—নিউক্লিয়াস, মুজিব বাহিনী ও জাসদ—এগুলোকে উপজীব্য করে প্রতিনায়ক রচনা করেছেন লেখক মহিউদ্দিন আহমদ। ‘অন্য আলো’কে তিনি বলেন, ‘তিন বছর আগে বইটি লেখার কাজ শুরু করি আমি এবং গত বছর তা শেষ হয়। এটি লেখা হয়েছে বিভিন্নজনের সাক্ষাৎকার ও তথ্য-উপাত্তের ভিত্তিতে। ফলে সিরাজুল আলম খানের পাশাপাশি এখানে পাওয়া যাবে ষাট, সত্তর ও আশির দশকের রাজনীতির উত্থান-পতন এবং রাজনীতির মঞ্চের অনেক খেলোয়াড়কে।’
প্রথম মুদ্রণ শেষ হওয়ার অনুভূতি জানতে চাইলে মহিউদ্দিন আহমদ বলেন, ‘পাঠক বইকে সাদরে গ্রহণ করলে ভালোই তো লাগে। প্রথমা থেকে প্রকাশিত আমার জাসদের উত্থান–পতন: অস্থির সময়ের রাজনীতি-রও প্রথম মুদ্রণ এক সপ্তাহের মধ্যে শেষ হয়েছিল।’
প্রথমা থেকে প্রকাশিত মহিউদ্দিন আহমদের আরেকটি বই অপারেশন ভারতীয় হাইকমিশন বের হয়েছে ৮ মার্চ। এটির মুদ্রণও শেষের পথে বলে প্রথমা প্রকাশন সূত্রে জানা গেছে। এ ছাড়া প্রতিনায়ক: সিরাজুল আলম খান-এর নতুন মুদ্রণ আজ থেকে বাজারে পাওয়া যাবে বলেও প্রকাশনী থেকে জানানো হয়েছে।
গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক