default-image

রুবী রহমান

ভালোবাসা

ফালগুন এসে গেল, আরেকজনের দেখা নাই

সঙ্গবিহীন এই বসন্ত কী করে কাটাই!

হেলাল হাফিজ

পত্র পাঠালাম

বিদুষী আনিকা,

তুমি আমার মা, মেয়ে, বোন ও প্রেমিকা!


হাবীবুল্লাহ সিরাজী

প্রেম

আজ চাঁদে কোনো পূর্ণিমা নেই কোভিডের কানা শর্তে

সূর্যে গ্রহণ, তারপরও প্রেম খিল খুলে দেয় মর্ত্যে

ময়ুখ চৌধুরী

পাথরের প্রতি

মরে গিয়ে ছদ্মবেশে বারবার কেন ফিরে আসা—

আর কত বয়ে যাব পাথরের প্রতি ভালোবাসা?


মাসুদ খান

নিঃসঙ্গতা

এ ঘোর নিঃসঙ্গতায় যা-ই ভাবতে নিই-না কেন আজ

মনে ভেসে ওঠো তুমি দ্রুত, ওগো নিঃসঙ্গ-নেওয়াজ।


তারিক সুজাত

ঘাসে ঘাসে

পথের পাশে ঘাসে ঘাসে

পথহারাদের দীর্ঘশ্বাস


মাসরুর আরেফিন

সারমর্ম

ভালোই কবিতা লেখা হচ্ছে তাহলে প্রেম-ভালোবাসা নিয়ে,

যার শুরু হবে মোহ থেকে, শেষ বিতৃষ্ণা দিয়ে।

বিজ্ঞাপন

কামরুজ্জামান কামু

পুনঃ

যেন বাচাল দিনের বেতাল বাতাসসম

ফের লুপ্ত হৃদয় জাগতেছে হায় মম!


টোকন ঠাকুর

আবডালে

‘আবার আসবেন’ না বলে সে বলল, ‘মেসো,

দুপুরবেলায় কেউ বাড়িতে থাকে না, দুপুরবেলায় এসো।’


আনিসুল হক

প্ররোচনা

আমি আবার বাঁশি নিলাম ওষ্ঠে

নীল শাড়িতে এসো ফেবু পোস্টে


ইমরান মাঝি

লীলা

তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে পদ্মা সেতু।

দুই পারে আমরা দুজন ফুল্লরা–কালকেতু।।


আলতাফ শাহনেওয়াজ

ফুল

সন্ধ্যার পাশে তুমি, ফুটেছ মাতাল উতাল দেহে,

মরেছি মরিয়া আমি, তোমারি খুনে...কী সন্দেহে!


পিয়াস মজিদ

অতঃপর

তুমি পরীবাগে আর আমি ভূতের গলি—

মধুসুরে প্রেমপাখি গায় গান, ধ্বংসের অঞ্জলি।


সালেহীন শিপ্রা

পুরুষ

পুরুষ মানুষ তোর এত এত ছল,

গরলে অমৃত মাখা, অমৃতে গরল।


রাসেল রায়হান

মূক

সামান্য শব্দেরও কোনো প্রয়োজন নেই

মূকাভিনেতার প্রেম মূলত চোখেই


তামিম ইয়ামীন

ওয়ারিশ

নিজেই খুঁড়ছি নিজের কবর ঢুকে পড়বার আগে

আমার জীবন লিখে দিয়ে যাব তোমার জন্মদাগে।


খান রুহুল রুবেল

ধীবর

যেন তুমি মুগ্ধ মাছ,

সুতো ছাড়া বহুবার হাতে এসেছিলে...

অন্যান্য থেকে আরও পড়ুন
মন্তব্য করুন