default-image

সন্ধ্যা, রাত, সকাল, দুপুর আর বিকাল

আরও যা যা,

অনেকগুলা হাবিজাবি মিলেমিশে একটা হাবিজাবি

সময়ের ভাগ-বাঁটোয়ারা

ঘড়ির সঙ্গে সমঝোতায় গিয়ে

স্বীকার করে নিয়ে

অনেকক্ষণ, অনেক দিন, অনেএএএএক বছর ধরে নিজেকে খুঁজছি—

এই ঠিকানাটা বলতে পারেন?

বিজ্ঞাপন

সোওওওওজা গিয়ে, একটা মোড়ে

ঘুরে গিয়ে

অ্যান্টিক্লকওয়াইজ

ডান দিকে যাবেন

বাঁ দিকে যাঁকে পাবেন, তিনি আপনি নন।

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন