প্রথম সুন্দর গল্পের মৃত্যুর নাম ভালোবাসা
কতকাল অন্ধকার তুমি
একদিন কত দিন ছিল স্নানের তীব্র তরঙ্গ
গন্ধময় মেঘবৃষ্টি
রোদভেজা চোখের কুসুম
তৃষ্ণার্ত করুণ কোলাহল
বিজ্ঞাপন
অসাধ্য ছিল রাত্রির নদী
এলোচুলে রঙিন নিশ্বাস
ঘ্রাণের নিবিড় শব্দ
নির্জন গোপন মুখরতা
ভুলের কাছে আঁধার তুমি
দাঁড়িয়ে আছে একলা একা
তোমার চলে যাওয়া।
মন্তব্য করুন