তুষার কবির
ঈশপের গল্পের ভাল্লুক যদি
আমাদের সম্মুখে আজ এসে দাঁড়ায়,
তুমি দৌড়ে গাছে উঠলে ওঠো
আমি মরা মানুষের ভাণ করব না
তবুও সে বুঝে ফেলবে
এ হৃদয় বহুদিন বন্ধুহীন থেকে
আজ মরে গেছে!
বিজ্ঞাপন
তারপর গহিন জঙ্গলে
ভাল্লুক বন্ধুর সাথে হারিয়ে যাব
তুমি দেখবে,
প্রাণিবিদ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে
আমরা অ্যানিমেশন হয়ে যাই...
মন্তব্য করুন