default-image

মনে হয় ফোনে হাতটা বাড়িয়ে দিই

তুমি ছুঁয়ে থাকো আঙুলের শিহরণ

বয়ে যাক নদী শুকনা শীতের চরে

কুয়াশা জমুক রাত্রির রিসিভারে


এমন সময় জটিল সুতোর পাঁকে

তোমার আমার পরানীল পরিচয়

হঠাৎ কখন তীব্র যোজন আঁচে

পারিজাত প্রেম ফুটল পরানগাছে


এ গাছের গায়ে রোদ্দুর বাঙ্​ময়

প্রলাপের মতো মায়াবৃষ্টির ফাঁদে

তোমার শহর আমার শহরজুড়ে

শীত নামে সাথে বসন্ত কড়া নাড়ে

বিজ্ঞাপন
কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন