একটা কবিতা

আশপাশে ঘুরছে, হাঁটছে

মাঝেমধ্যে গুনগুন করছে!

নিজে থেকে গিয়ে আলাপ করলে

কেমন দেখায় এই ভেবে

চুপই রইলাম!

কারণ পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে জেনেছি

কাছে গেলে কবিতারা দুর্বোধ্য হয়ে যায়!