প্রেম করেছে বিন্দুর মতো আমার হাল
আমি বসে থাকি নিঃস্ব
হা-মুখ
প্রেমিক বেসামাল
তুমি জেনে গেছ বলে—ভালোবাসি
ফলে সমস্ত কাজের শেষে আসি আসি
করে আমার প্রায়োরিটি।
আসে না।
সবুজ বাতির পাশে
এনগেজড ফোন বাজতে থাকে তোমার
চোখমুখ বন্ধ করে গুঁজে ঘাড়—
তুমি অপার ব্যস্ততায় ডুবে থাকো।
ভালোবাসি বলে আমি আধুনিক বুঝদার,
আন্ডারস্ট্যান্ডিং, ফরেভার ওয়েটার
(আমারই ভার চির-অপেক্ষার)
তোমার উচ্চাভিলাষ আরোহণ আবদার
মেনে নিয়ে বসে থাকি, ইন্তেজার ইন্তেজার
মনে—অথচ কত নয়া ক্লাইম্যাক্সে
কত জল খসে যায় তোমার!
নিজেরে বোঝাই প্রেমিক আমি
স্বাধীনতাকামী, মুক্তমনা
তোমার ডানার পাখার মালিক আমি—
তুমিই দিয়েছ এই মালিকানা,
এ ‘আমি’ তোমারে ডিস্টার্ব করবে না
তুমি চাইলেই কেবল তোমার ভেতরে ঢুকে যাব
যত ইচ্ছাই হোক মুখ ফুটে বলব না—
এই জন্ম বোবা ভাষায়—অপেক্ষায় যাক,
পরের জন্মে তোমার সন্তান হব,
চোখছাড়া করতে পারবে না।