default-image

বসন্তের নদী বিলি কেটে চলছে ধূলির জাহাজ, চে,

ওহে পোস্টার বয়, বিপ্লব বিক্রির বিলবোর্ডে তোমারই মুখ

আজও হাসে খুব, শহরে এল-গেল কত উৎসুক

ফিল্মস্টার, ক্রিকেটার, ঘুমবিক্রেতার লাল-নীল ছেলে–মেয়ে

খুন হয়ে গেছে ফুল, খুন হলো ঘাস, খুনে মাতাল সার্কাস:

খুনি মানচিত্রে আমাদের নিদারুণ গোল্ডফিশের চাষবাস;

কবির পোশাকে ক্লাউনেরা ধুম নাচে, সত্যকবির লাশ

গ্রিল করে হবে ডিনারে সাবাড়, অথবা কাল-ক্রীতদাস

হয়ে রয়ে যাবে মমির মহিমায়, ছড়াবে না ত্রাস?

জননীর শাড়ি গায়ে বাহু মেলছে কালো অক্টোপাস

বিজ্ঞাপন

তবু বিপ্লব বেহাত ভেবে যারা, প্রিয় গেভারা, ভাই

তড়পায় আর বেচে দিয়ে মাথা, গড়ে আচোখ কারাগার

ধূলির তাপে জেনো গলে যাবে তাদের বুভুক্ষু হাড়:

শহর একটা বাগান হয়ে যাবে, বাজবে তোমার সানাই

মন্তব্য পড়ুন 0