তোমাদের হিংসার সমূহ সঞ্চয় লুট করে
এই সামন্ত প্রভুর রাজ্য ছেড়ে
আমি ফের ফিরে যাব বাঘিনীর ক্ষুধার ভেতর,
ময়ূরের পাখা-ঝিলমিল বনে, হরিণের স্নানে।
ওখানে বাতাস ধীরে বয়ে চলে
পাতাঢাকা নদী অভিমুখে।
মুনাফাবিহীন জীবনের মিষ্টি স্বাদ পেতে
লাল পিঁপড়ের দল,
যেন গৈরিক চীবর পরা ভিক্ষুদের সারি
নীরবে কোথাও যায় নির্বাণের লোভে।