ঢাকার বিখ্যাত কাক ঝিমোচ্ছিল তারের জঞ্জালে
চড়ুইযুগল তাকে ভেংচি কেটে
গিয়ে বসল করোনা-উদাসীন কার্নিশে
মনুষ্যহীন চৈত্রদুপুরে কে যে বাজালে
বেমক্কা সাইরেন, বড্ড ক্লিশে!
সুনসান সড়কমঞ্চে ভিন্ন গাড়ির প্রবেশ,
রাশভারী আর টহলবিহ্বল বেশ
সেই দুই চড়ুই তাহাদের পাত্তাই দিল না
চকিত চুম্বন সেরে দিল ফুড়পুর ফুড়ুৎ
বিড়ালিনী ঠিক তক্ষুনি বদলাল রুট
এবার যে গাছটার ডাল চড়ুইজুটিকে
কোল পেতে দিল, তার মহাখুনসুটি
বলে কিনা: শিস দে, শিস দে
আমার পাতারা কত দিন নাচছে না
শিকড়ও সুরটুর শুনছে না...
নির্বিকার নগ্ন আকাশের নিচে
নির্জনতা চিরে মিষ্টি কিচিরমিচির,
একটা সান্ত্বনামেশানো সুর
নেচে নেচে বাতাসকে দুলিয়ে দিল
কে দেখে এই সব, ধুর
ঘরবন্দী মানবশিশুই শুধু
হাততালি দিয়ে উঠল
কী অবাক! দশ দিক ধু ধু—
ভরদুপুরেই গোলাপের দেখাদেখি
অসময়ে তারারাও এ কী
কেমন দিব্যি ফুটল!