default-image

ভরদুপুরে পা রেখেছি মাটির ওপর, ফিরব কেন?

হাঁটছি দ্রুত ইচ্ছেমতো চোখ বরাবর—

চতুর্দিকের রৌদ্রটুকু মুঠোয় ভরে

ভরিয়ে দিই আলোয় আলোয় সবার জীবন,

মেরুদণ্ড সোজা করে চলুন না এই মধুর রণে—

ভয়েরই-বা কী রয়েছে?

যুদ্ধ যখন বেধেই গেছে

কী লাভ আগাপাছতলা সব ভাবনা ভেবে?

বিজ্ঞাপন

ভাঙতে ভাঙতে ভেঙেই পড়ুক,

গুঁড়িয়ে দিন আকাশকুসুম ভাবনাগুলো—

মনের মধ্যে পুষে রাখা দীর্ঘদিনের

অন্ধকারও তাড়িয়ে দিন,

আসুন না আজ, নতুন করে

লাল-সবুজের স্বপ্ন আঁকি,

একখানা ঘর, রঙে ভরা সুদীর্ঘ এক সাজানো পথ।

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন