default-image

দলছুট পাখি হয়ে তোমার শহর—

ছেড়ে এসে দাঁড়ায়েছি মেঘের পাহাড়ে

এইখানে রোদ যেন সোনার মোহর

একটা গমের শিষ বাড়ে ঝোপঝাড়ে


দুর্বাঘাসে ভরে গেছে পরিচিত পথ—

বন্য বৃক্ষ গিলে নিচ্ছে লেলিহান শিখা

ধীরে ধীরে ম্লান হয় সমস্ত শপথ

আমাদের মাঝে বাড়ে প্রাচীন পরিখা

বিজ্ঞাপন

আমারে নিয়েছে বুকে টিলার জঙ্গল

দুপুরে টিফিন খাই ফুলেদের গ্রামে—

পানাপুকুরের জলে ভাসে শতদল

সাদা বক উড়ে এসে এইখানে নামে


আমারে কে দুঃখ দেবে, দুঃখ তার হয়

যার আছে হারাবার, অগণিত ভয়!

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন