default-image

পাতা স্থির।

তার চেয়ে অস্থির এই বায়ু,

তার চেয়ে অস্থির বেঁচে থাকা।


অথচ এই বেঁচে থাকা থেকে

পাতাকে অস্থির দেখায়।

বিজ্ঞাপন
কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন