default-image

মনে মনে লিখলাম এই চিঠি

পড়ে নিয়ো মনে মনে

অক্ষর বর্ণের কোনো বাহুল্য রাখিনি

তুমি তো মানবী নও

প্রকৃতি-দয়িতা

মনোভাষা সে জন্যই ভালোমতো

আয়ত্ত করেছ

বিজ্ঞাপন

পড়ে নিতে সুতরাং সমস্যা হবে না

চিঠির তো চল নাই আজকাল

উঠে গেছে কবে

এখন মেসেজে টেক্সটে

কতটুকু খোলা যায়

মনের দরজা?

সেই প্রশ্ন উঁকিঝুঁকি দেবেই, দিচ্ছেও

মীমাংসার মৌলসুখ মিলবে না আর কোনো দিন...

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন