default-image

লাল টকটকে কোনো

ফলের ঋতুর মতো

আমার প্রেরণা তুমি

তোমার স্ট্যাটাস আমি

মাঝরাতে পড়ি

তাই মাঝরাতে

অন্যসব সকল মানুষ

ঘুমায়ে পড়েছে বলে

মনে করে চুপিচুপি

ফেসবুকে ঢুকি


খুব ভয় লাগে

কাঁসার ধ্বনির মত

কাঁপে এ হৃদয়

বিজ্ঞাপন
কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন